ফাইল চিত্র

কয়েক ঘণ্টা আগেও বার বার চর্চা করা হয়েছে, সিএসকের পরবর্তী ক্যাপ্টেন কে হবেন? ধোনি নিজেই যে বেছে দিয়ে যেতে চান তাঁর উত্তরসূরি, তা ভালো করেই জানেন বিশেষজ্ঞরা। সেই কাজই নীরবে করলেন ধোনি। চেন্নাইয়ে আইপিএল শুরু শুক্রবার। বৃহস্পতিবার ক্যাপ্টেন্স মিটে ধোনিকে দেখা গেল না। তাঁর বদলে ট্রফি নিয়ে হাসিমুখে বাকি টিমের অধিনায়কদের সঙ্গে ছবি তুললেন ঋতুরাজ গায়কোয়াড়। যাঁরা ধোনির বিকল্প হিসেবে রোহিতকে চাইছিলেন, তাঁরা হয়তো অনেক যুক্তি তুলবেন, তর্ক করবেন। কিন্তু ধোনির যখন মনে হয়েছে, চেন্নাইয়ের সাফল্যের ঋতু ধরে রাখতে পারেন ঋতুরাজ, হলুদ আর্মি পূর্ণ সমর্থন দেবে। চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়াতেও জানিয়ে দেওয়া হল, ঋতুরাজই এখন সিএসকের নতুন ক্যাপ্টেন।
0 Comments
Leave a Comment