বর বউ

ব্যতিক্রমী বিয়ের আয়োজনে শামিল গোটা গ্রামের মানুষ ! বৃষ্টির আশায় আশারামবাড়ি এলাকার মহিলারা দুই ব্যাঙের বিয়ে দিয়েছেন শনিবার রাতে। তাদের বিশ্বাস এই বিয়ের পর অবশ্য বৃষ্টি হবে।
চলমান তীব্র তাপ প্রবাহের মধ্যে স্বস্তি পেতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন হল প্রত্যন্ত এলাকায় আশারাম বাড়িতে। রাত পর্যন্ত এ অনুষ্ঠানে শতাধিক গ্রামবাসী অংশ নেয়। তারা দুটি পুরুষ ও স্ত্রী ব্যাঙ ধরে তাদের বিয়ে দেয়। গ্রামবাসীরা পুরো সময় 'আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই' গেয়ে নেচেছেন। ব্যাঙের বিয়ের অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন স্থানীয় মহিলারা। গ্রামের মহিলারা জানান, বৃষ্টি হবে কি না, জানি না। কিন্তু আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করেছি। আমাদের পূর্বপুরুষরাও একই কাজ করতেন এবং আমরা তাদের অনুসরণ করলাম,' বলেও জানান মহিলারা।
0 Comments
Leave a Comment