ছবি : releated

অষ্টম বেতন কমিশন ঘোষণার পর থেকে এক কেন্দ্রের প্রথম ডিএ ঘোষণা। এবছর ১৬ জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন করে কেন্দ্র। সেই কমিশনের সুপারিশ কার্যকর হবে আগামী বছর ১ জানুয়ারি থেকে
চাপ বাড়ল রাজ্য় সরকারের উপরে। এবার তার কর্মীদের জন্য ২ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্র সরকার। এর ফলে উপকৃত হবে এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী। বর্ধিত ডিএ কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।
সাধারণভাবে হোলি বা দীপবলির আগেই ডিএ ঘোষণা করে থাকে কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার জানুয়ারি থেরে জুন সাইকেলের ডিএ হোলির আগে ঘোষণা করা হয়নি। তবে ডিএ ঘোষণা হলেও কতটা ঘোষণা করা হল সেটাই এখন আলাচনার বিষয়।জানা যাচ্ছে গত ৭ বছরে এত কম হারে ডিএ ঘোষণা হয়নি। ২০১৮ সাল থেকে কেন্দ্রীয় সরকার কখনও ৩ শতাংশ, কখনও ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। তবে এবার ডিএ বাড়ানো হয়েছে ২ শতাংশ।
এবার ২ শতাংশ ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৫৩ শতাংশ থেকে বেড়ে হল ৫৫ শতাংশ। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাও বাড়তি পেনশন পাবেন।
ডিএ বাড়ার ফলে একজন সরকারি কর্মচারির বেসিক বেতন যদি ১৮০০০ টাকা হয় তাহলে তিনি মাসিক ৩৬০ টাকা বেশি পাবেন। ফলে বছরে তার বেতন বাড়ল ৪৩২০ টাকা।
পেনশন প্রাপকদের ক্ষেত্রে পেনশন কতটা বাড়বে? যদি কোনও পেনশনারের বেসিক পেনশন ৯০০০ টাকা হয় তাহলে তিনি মাসে আরও ১৮০ টাকা বেশি পাবেন। অর্থাত্ বছর তিনি পাবেন বাড়তি ২১৬০ টাকা।
অষ্টম বেতন কমিশন ঘোষণার পর থেকে এক কেন্দ্রের প্রথম ডিএ ঘোষণা। এবছর ১৬ জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন করে কেন্দ্র। সেই কমিশনের সুপারিশ কার্যকর হবে আগামী বছর ১ জানুয়ারি থেকে।
এদিকে, কেন্দ্রীয় সরকার জুলাই-ডিসেম্বর সময়ের জন্য ডিএ ঘোষণা করবে অক্টোবর-নভেম্বর মাসে। তবে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এবার ডিএ বেসিক বেতনের সঙ্গে মিশে যাবে।
0 Comments
Leave a Comment