ডি এ বৃদ্ধির পথে সরকার

Entry Thumbnail
ফাইল চিত্র
Sujata Adhikari

অক্টোবর মাস মানেই উৎসব শুরু। একটানা ছুটি পাবেন সরকারি কর্মীরা। আর উৎসবের আবহে আনন্দ দ্বিগুণ করতে ফের বাড়ছে ডিএ। পুজোর আগেই দেশের কোটি কোটি সরকারি কর্মচারীকে সুখবর  দিতে চলেছে সরকার। কারণ আগামী সপ্তাহেই বাড়ছে ডিএ । জানিয়ে রাখি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ছে।নিয়ম করে বছরে দু’বার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি থেকে জুন- পর্যন্ত ডিএ ঘোষণা হয়েছে আগেই। চলতি বছরের জানুয়ারি মাসে এক লাফে ৪ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছেছে। বর্তমানে তা হাফ সেঞ্চুরি করেছে। পঞ্চাশ শতাংশ করে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এরই মাঝে ফের ভালো খবর।সপ্তম পে কমিশনের আওতায় সেপ্টেম্বর মাসেই চলতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের  মহার্ঘ ভাতা বাড়বে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে রিপোর্ট অনুযায়ী, আগামী ২৫ তারিখ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের ডিএ  পেনশনভোগীদের ডিআর-ও বৃদ্ধির ঘোষণা হতে চলেছে।মনে করা হচ্ছে এবার ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। অর্থাৎ ডিএ বেড়ে হবে ৪৩ শতাংশ। আবার কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশও বাড়তে পারে। মোটের উপর ৩-৪% ডিএ বাড়বে কেন্দ্রের কর্মীদের। যা জুলাই ২০২৪ থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে। অক্টোবর থেকেই পাবেন কেন্দ্রের কর্মীরা।উৎসবের আবহে এদিকে যখন ফের ডিএ বৃদ্ধির খুশিতে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সেখানে বাড়তি ডিএ- র দাবিতে এখনও আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা।

0 Comments

Leave a Comment