ফাইল চিত্র

বুধবার হায়দ্রাবাদে বসতে চলেছে সংগঠনের জাতীয় কর্ম সমিতির বৈঠক। সেখানেই এই আন্দোলনের রোড ম্যাপ তৈরি হতে চলেছে। কেন্দ্রীয় বাজেট ২০২৫-এ শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে ঘোষণা করেছেন সেখানে মূল্যবৃদ্ধি রোধ সংক্রান্ত কোন দিশা ছিল না। গণবন্টন মাধ্যমে সারা দেশবাসীকে যে চাল গম চিনিসহ অন্যান্য পণ্য বন্টন করা হয়, সেই বিষয়েও লাভবান হওয়া যায়নি কোনোভাবে রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধির দাবি নিয়েও কোনো সুরাহা হয়নি। সবমিলিয়ে কেন্দ্রীয় বাজে ২০২৫-২৬- এর বাজেট থেকে দেশের নিম্ন-মধ্যবিত্ত, নিম্নবিত্ত এমনকি রেশন ডিলারদের কোন লাভ হয়নি বলে দাবি করছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। তাই এবার প্রতিবাদের মাধ্যমে কীভাবে কেন্দ্রকে চাপে ফেলা যায় তার জন্যই আন্দোলনের রূপরেখার তৈরি করতে বৈঠকে বসতে চলেছেন তাঁরা।দু সপ্তাহ আগে নিজেদের দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কাছে দেখা করতে গিয়েছিলেন ওই সংস্থার প্রতিনিধি দল। সেখানে তাঁদের কথা হয়েছিল নীতি আয়োগের সঙ্গেও। তখন তাঁরা আশা করেছিলেন এবার বাজেটে তাঁরা নিশ্চই ভালো কিছু পাবেন। কিন্তু তা না হওয়ায় আবার আন্দোলনে নামছেন রেশন ডিলারদের সংগঠন।আগামী ৫ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে এই সংগঠনের জাতীয় কর্ম সমিতির বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদিও। তিনি এই সংগঠনের সহ-সভাপতি। এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ‘কেন্দ্রীয় বাজেটে মোবাইল,টিভি,এলইডি টিভির দাম কমলেও চাল,গম, চিনিসহ নিত্য প্রয়োজনীয় কোন জিনিসের দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়নি। একইভাবে বাজেটে বাড়ানো হয়েছে খাদ্যের ভর্তুকি। কিন্তু রেশন ডিলারদের জীবিকার ব্যাপারে কোনও দিশা দেওয়া হয়নি।
0 Comments
Leave a Comment