লাফিয়ে লাফিয়ে কমছে সোনার দর

Entry Thumbnail
ফাইল চিত্র
Sujata Adhikari

মাসখানেক আগেই ৮০ হাজারে পৌঁছে গিয়েছিল হলুদ ধাতু। যা ফের ৭৫ হাজারে নেমে এসেছে।এ বছরের ৯ অক্টোবর সর্বোচ্চ সীমায় পৌঁছয় হলুদ ধাতুর দাম। ওই দিন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ৮১ হাজার ৫০০ টাকায়। তার পর থেকে ধীরে ধীরে দর নামতে শুরু করে।সোনার মূলত তিনটি শ্রেণি রয়েছে। সেগুলি হল ২৪, ২২ ও ১৮ ক্যারেট। এর মধ্যে ২৪ ক্যারেটকে সবচেয়ে বিশুদ্ধ বলে ধরা হয়। এতে হলুদ ধাতুর পরিমাণ থাকে ৯৯ শতাংশ। ২২ ক্যারেটে ৯১ শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যায়। আর ৭৫ শতাংশের বেশি হলুদ ধাতু থাকে ১৮ ক্যারেটে।২৪ ক্যারেটের সোনায় কোনও গয়না তৈরি করা যায় না। এটি মূলত গিনি বা হলুদ ধাতুর বার নির্মাণে ব্যবহৃত হয়। আর গয়না সোনা হল ২২ ও ১৮ ক্যারেট। অলঙ্কারের ক্ষেত্রে সোনার দামের উপর যুক্ত হয় মজুরি। আর হলুদ ধাতুতে তিন শতাংশ জিএসটি নিয়ে থাকে সরকার।এ বছরের ১২ নভেম্বর, খুচরো বাজারে ২৪ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৭৭,৮০০ টাকা/১০ গ্রাম দরে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ডিসেম্বর ফিউচারে হলুদ ধাতুর দামে ০.১৫ শতাংশের পতন দেখা গিয়েছে। ফলে এর দর ৭৫,২৩৫ টাকা/১০ গ্রামে নেমে এসেছে। আগে যা ৭৫ হাজার ৩৫১ টাকায় বন্ধ হয়েছিল।

0 Comments

Leave a Comment