শিল্পী সোমরাজ দেব
ছেলেটির নাম সোমরাজ দেব । ত্রিপুরার রাজধানী আগরতলার কাঁসারীপট্টী এলাকার নিবাসী। তার বাবা ১০০% প্রতিবন্ধী, তার বাবা কথাও বলতে পারে না, কানেও শুনতে পারে না।সোমরাজ ইতিমধ্যেই রাজ্যের বনেদি স্কুল উমাকান্ত একাডেমী থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করেছে । সে পড়াশোনার পাশাপাশি আঁকতে ভালবাসে। প্রায়ই ফেলে দেওয়া জিনিস এবং অপ্রয়োজনীয় জিনিসের ওপর একটা সুন্দর রুপ দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করে। রাজ্যে শিক্ষা দপ্তর আয়োজিত কলা উৎসবে সে দ্বিতীয় স্থান দখল করে ২০২৩ সালে । ফেলে দেওয়া বাক্স ও কাগজ দিয়ে পুরীর জগন্নাথ দেবের রথের আদলে ছোট একটি রথ , সম্পূর্ণ কাগজের দূর্গা প্রতিমা, কালী, শিবলিঙ্গ এবং ত্রিপুরেশ্বরী কালী প্রতিমা তৈরি করেছে সোমরাজ । এছাড়াও লিচুর বীজের ওপর জগন্নাথ, পাথরের ওপর ঐতিহ্যবাহী নীরমহল, উনকোটি , ত্রিপুরেশ্বরী কালী মার মুখ এঁকে, বাজারের বেগের ওপর, বাঁশের কুলোর ওপর ,মাটির থালার ওপর তারাপীঠের তারা মা, গনেশ ,দূর্গা, রাধা কৃষ্ণ সহ অনেক কিছুই এঁকেছে সে । তাছাড়াও হেন্ডমেইড জুয়েলারি, পটচিত্রে, বিভিন্ন মহান মানুষের প্রতিকৃতি অঙ্কন করেছে ।ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায় সে, তবে আর্থিক অভাব যাতে কোনও বাধা না আসে তার জন্য সরকার যদি হাত বাড়িয়ে দেয় তাহলে সোমরাজের স্বপ্ন সত্যি হতে বাধ্য।
0 Comments
Leave a Comment