অমিত শাহর সঙ্গে বিশেষ কারণে দেখা করলেন আশা ভোঁসলে, গেয়ে শোনালেন ‘আভি না যাও ছোড় কর’

Entry Thumbnail
অমিত শাহর সঙ্গে বিশেষ কারণে দেখা করলেন আশা ভোঁসলে, গেয়ে শোনালেন ‘আভি না যাও ছোড় কর’
Bikash Deb

সদ্য প্রকাশিত হয়েছে বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলের ফটোবায়োগ্রাফি ‘বেস্ট অফ আশা’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে প্রকাশিত হয়েছে এই বই। বুধবার মুম্বইয়ের সহাদ্রি গেস্ট হাউসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন আশা ভোঁসলে। এ দিন ‘হাম দোনো’ ফিল্ম থেকে তাঁর গাওয়া গান ‘অভি না যাও ছাড় কর’ গেয়ে শুনিয়েছেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী। 

0 Comments

Leave a Comment