ছবি : সায়ন্তিকা।
THE SOCIAL BANGLA , DIGITAL DESK : জল্পনা ছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অভিনয় থেকে দূরে বাঁকুড়াতেই মাটি কামড়ে পড়েছিলেন তিনি। অংশ নিয়েছিলেন দলীয় নানা কর্মসূচীতে। তবে গত রবিবার বিগ্রেডে তৃণমূলের সভার পর স্পষ্ট হয়ে যায় প্রার্থী হচ্ছেন না সায়ন্তিকা। হয়েছিল অভিমান, টিভিনাইন বাংলার কাছে উগরে দিয়েছিলেন ক্ষোভও। তবে তিনি থেমে নেই। নতুন শুরু অভিনেত্রীর। বাংলাদেশের প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। এরই পাশাপাশি তাঁর ইনস্টাগ্রাম বলছে, জোর কদমে চলছে শরীরচর্চাও। শুধু কি তাই? সামাজিক মাধ্যমে আবারও সক্রিয় তিনি, দলীয় প্রচার নয় বরং অভিনেত্রী জীবনকেই আরও মেলে ধরছেন প্রতিনিয়ত। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুর্ঘটনার সম্মুখীন হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিমান মনে রাখেননি সায়ন্তিকা। মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখেন, “বাংলার অভিভাবিকা মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি।”
প্রসঙ্গত, এর আগে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলে সায়ন্তিকা বলেছিলেন,”ভালবাসা থাকলে অভিমান থাকবে। একটা বিধানসভায় হেরে সাতটি বিধানসভায় এবার লোকসভা নির্বাচনে জিতে দেখাতে চেয়েছিলাম। কিন্তু সেই চ্যালেঞ্জ আমাকে নিতে দেওয়া হল না। আক্ষেপ তো থাকবেই। এটাই আমার সবথেকে বেশি খারাপ লাগা।”
প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন সায়ন্তিকা। কিন্তু, বিজেপির নীলাদ্রিশেখর দানার কাছে পরাজিত হন। ভোটে হারলেও কিন্তু দল তাঁর উপর আস্থা হারায়নি। বড় সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। দলে রাজ্য সাধারণ সম্পাদক করা হয়। সেই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলে শোনা যেতেই তা নিয়ে বিস্তর জল্পনা ছড়ায় রাজনৈতিক মহলে। যদিও সায়ন্তিকা দাবি করেন, তিনি পদত্যাগ করেননি। এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন অরূপ চক্রবর্তী। বিজেপির তরফে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
0 Comments
Leave a Comment