গৌরব সম্মানে ভূষিত হলেন রাজ্যের কৃতি সন্তান অয়ন সরকার

Entry Thumbnail
ফাইল চিত্র
Sujata Adhikari

অটল ফাউন্ডেশনের গৌরব সন্মান, ২০২৪ পুরস্কারে ভূষিত হলেন রাজ্যের সন্তান অয়ন সরকার 
রাজধানী নতুন দিল্লির তিনমূর্তি মার্গ স্থিত প্রধান মন্ত্রী সংগ্রাহলয়ে ২০শে ডিসেম্বর, ২০২৪ তারিখে সন্মানিত হলেন রাজ্যের কৃষি সেক্টরের পেশাদার আধিকারিক শ্রী অয়ন সরকার।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত সরকারের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং। এছাড়া ফাউন্ডেশনের জাতীয় সভাপতি অপর্ণা সিং, প্রাক্তন সাংসদ ও ফাউন্ডেশনের সহ-সভাপতি শ্রী, অবিনাশ খান্না শ্যাম জাজু, প্রধান পৃষ্ঠপোষক, ভারত সরকার রাজস্থানের মেয়র, জয়পুরের মাননীয় সাংসদ, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷ দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুর এলাকার বাসিন্দা নারায়ণ সরকারের সুযোগ্য পুত্র অয়ন সরকারের এই সাফল্যে এলাকাবাসী, আত্মীয় পরিজন, সকল শুভানুধ্যায়ীরা অত্যন্ত খুশী হয়েছেন। উত্তরাখন্ডের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করার পর রাজ্যে ফিরে এসে তিনি রাজ্যের কৃষি বিষয়ক কর্ম কান্ডে জড়িয়ে পড়েন। রাজ্যের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী বাহারুল ইসলাম মজুমদার মহোদয়ের অধীনে নতুন প্রজন্মের কৃষি স্নাতকরা গড়ে তুলেন ত্রিপুরা কৃষি ও উদ্যান স্নাতক অ্যাসোসিয়েশন । এই সংস্থা ২০১৬ সালে কৃষি স্নাতকদের জন্যে কর্ম সংস্থানের পাশাপাশি কৃষি বিষয়ে নানান কাজ করে আসছে । শ্রী অয়ন সরকার উক্ত সংস্থার সচিব হিসেবে দায়িত্ব নেন ২০২২ সালে, পাশাপাশি কৃষি ও কৃষক নিয়ে জৈব চাষ, কৃষি সংগঠন যেমন ফার্মার প্রোডিউসার কোম্পানি, প্রোডিউসার গ্রুপ , মাছ চাষের উপর মহিলা কৃষকদের নিয়ে কাজ , কৃষি মার্কেটিং এর উপর নানান কাজ করে যাচ্ছেন । উনি মোট ৫ টি ফার্মার প্রোডিউসার কোম্পানি এর সাথে যুক্ত ছিলেন, সেই সাথে উনার অধীনে ৪০০০ জন নারী কৃষক দের নিয়ে মৎস্য চাষের বড় প্রজেক্টে কাজ করেছেন । ওনার সময় কালে ফার্মার প্রোডিউসার কোম্পানির ব্যবসা প্রায় ১ কোটির অঙ্কে পৌঁছে যায়। বর্তমানে অয়ন সরকার পতঞ্জলি ফুড লিমিটেড এর ত্রিপুরা রাজ্যের প্রধান হিসেবে কর্মরত। পতঞ্জলি ফুড লিমিটেড বর্তমানে উদ্যান ও ভূমি সংরক্ষন বিভাগের সাথে চুক্তি অনুযায়ী ত্রিপুরার কৃষকের আর্থিক উন্নয়নে জন্যে প্লাম অয়েল চাষ নিয়ে কাজ শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমান অয়েল পাম প্রজেক্টে কৃষক দের আয় বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তি প্রয়োগ ব্যবহারে শ্রী অয়ন সরকার সর্বদা সচেষ্ট আছেন৷ ত্রিপুরায় ওয়েল পাম উৎপাদন সহ বিগত দিনে এবং বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে নানান উল্লেখযোগ্য অবদানের জন্য এই বছর অটল ফাউন্ডেশনের তরফ থেকে গৌরব সন্মান ২০২৪ পুরস্কারের জন্য শ্রী অয়ন সরকার কে বিবেচিত করা হয়েছে৷ অটল ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ কে রাজ্যের কৃষক সমাজ সাধুবাদ জানিয়েছেন৷

0 Comments

Leave a Comment