মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

Entry Thumbnail
ছবি : releated
Sujata Adhikari

মতিনগর সীমান্তের মানুষের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পশ্চিম ত্রিপুরা জেলার অধীন ডুকলি আর ডি ব্লকের অন্তর্গত পাণ্ডবপুর ও ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ৮৫ টি পরিবারের ৫ শতাধিক ধর্মীয় সংখ্যালঘু নাগরিকদের সমস্যা সম্পর্কে চিঠি লিখেন জিতেন্দ্র চৌধুরী। তিনি দাবি করেন সরকার নিকটবর্তী কোন জায়গায় ভূমি বন্দোবস্ত করে বাসস্থান ইত্যাদি নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করলে এই ৮৫ টি পরিবারই সেই জায়গা ছেড়ে আসতে প্রস্তুত ।কাঁটাতারের বেড়া নির্মাণ হয়েছে আন্তর্জাতিক সীমারেখা থেকে ১৫০ গজ ভারতীয় ভূখণ্ডের ভেতরে অজ্ঞাতক কারণে এই স্থানে বেড়া নির্মাণ হয়েছে ৫০০ গজের অধিক ভেতরে দেড়শ এর উপরে যদি কাঁটাতার পুনঃনির্মাণ করা যায় তাহলে অর্ধেকের বেশি পরিবারকে স্থানান্তরনের প্রয়োজন হবে না এতে এই অর্ধেক পরিবারের শুধু অক্ষত থাকবেনা মসজিদ এবং কবরস্থানও কাঁটাতারের বাইরে পড়বে। 

0 Comments

Leave a Comment