ছবি : releated

ফেইসবুকে প্রেম তারপর বিয়ের দিনক্ষণ চূড়ান্ত,পড়ে মহিলা পুলিশ প্রেমিকা বিয়ে করতে অনিহা অতঃপর চিরকুট লিখে বিষপান করে আত্মহত্যার চেষ্টা এক প্রেমিকের।এই ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে। প্রায় দেড় বছর পূর্বে আগরতলার রাধানগরের বিদুৎ দাসের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রেম হয় ধর্মনগরের দেওয়ানপাশা গ্রামের মহিলা পুলিশ কনস্টেবল চিন্ময়ী সরকারের।চিন্ময়ী ধর্মনগর মহিলা থানায় কর্মরত।পরবর্তীতে উভয়ে ভালোবাসাকে পূর্ণতা দিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ বিয়ে ঠিক হয়।কিন্তু বিয়ের পঁচিশ দিন পূর্বে প্রেমিকা বিয়ে করবে না বলে জানিয়ে দেয় প্রেমিককে।তাতেই বাঁধে যতো গন্ডগোল।একটা সময় প্রেমিক বিদুৎ কে ফেইসবুকে বিভিন্ন জন প্রানে মারার হুমকি দিতে থাকে বলে প্রেমিকের অভিযোগ।এমর্মে প্রেমিক আগরতলা পশ্চিম থানায় প্রেমিকা সহ অপর এক ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করে।কিন্তু তাতেও কোন ন্যায় বিচার পায়নি বলে প্রেমিকের দাবি।প্রেমিক বিদুৎ জানায়,সে ফেইসবুকে চিন্ময়ী ও তার একটি ছবি পোস্ট করার পর সাইবার ক্রাইমে অভিযোগ জানায় চিন্ময়ী।এমনকি ফোন করে তাকে বিভিন্ন ভাবে কথাবার্তা শুনায়।শুধু তাই নয়,তাদের সম্পর্ক ঠিক করতে ধর্মনগর মহিলা থানার অফিসার ইনচার্জের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয় সে।অবশেষে ট্রেনে করে ধর্মনগর এসে পুলিশ প্রেমিকা চিন্ময়ীর নামে চিরকুট লিখে শহরের দিঘীর পাড় এলাকায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিক।পথচলতি জনগণ ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘড়ি ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চিকিৎসা শুরু করলে প্রানে বাঁচে প্রেমিক।বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে প্রতারিত প্রেমিক ঘটনার সুষ্ঠ বিচারের আর্জি জানিয়েছে।
0 Comments
Leave a Comment