লালুপ্রসাদ যাদব

দিল্লি যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। ৭৬ বছরের এই রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে তাঁকে দিল্লি এমসে নিয়ে যাওয়া হবে। তার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের বন্দোবস্তও করা হচ্ছে। সূত্রের খবর, লালুপ্রসাদের রক্তে শর্করার মাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে। সেই কারণেই এই অসুস্থতা।
বুধবার বিকেল ৪টে ৫ নাগাদ পটনা বিমানবন্দর থেকে দিল্লির বিমানে চড়ার কথা ছিল লালুপ্রসাদের। গাড়িতে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পটনার পারস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আরজেডি সূত্রে খবর, বুধবারই এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দিল্লি এমসে নিয়ে যাওয়া হবে।
0 Comments
Leave a Comment