ছবি :এক্সিডেন্ট প্রাপ্ত গাড়ি

দ্যা সোশ্যাল বাংলা , নিজস্ব প্রতিনিধি বিজয় ভৌমিক : ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া পাহাড়ের আসাম আগরতলা জাতীয় সড়কের মোঢ়ে! উল্লেখ্য, আঠারমুড়া পাহাড়ের কলই বস্তি থেকে মুঙ্গিয়াকামীর ৩৭ মাইল বাজার এলাকায় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর খাদে যাত্রিবাহী ম্যাক্স বোলেরু গাড়ি । আহত কমপক্ষে ২৫ জন । যার নম্বর TR 06 2200 রয়েছে । ঘটনা মঙ্গলবার সকাল আনুমানিক ৭ টা ৪০ মিনিট নাগাদ । ঘটনার বিবরণে প্রকাশ, পেট বড়ো বালাই । আর সেই পেটের তাগিদেই মুঙ্গিয়কামী থানাধীন কলই বস্তি এলাকায় বসবাসরত স্থানীয় জন-জাতিরা জঙ্গলের ফল মূল লতা পাতা নিয়ে আজ মঙ্গলবার সাপ্তাহিক হাট বাজার ৩৭ মাইলে আসার জন্য একটি যাত্রীবাহী ম্যাক্স বোলেরু গাড়ি করে রওনা দিলে মাঝ রাস্তায় আসতেই হঠাৎ গাড়ির স্টার্ট অফ হয়ে গিয়ে স্টিয়ারিং গার্ড লক হয়ে গেলে গাড়ির চালক সম্পূর্ণ রূপে গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে । সঙ্গে সঙ্গে গাড়িটি পিছুতে পিছুতে প্রায় ১০০ ফুট গভীর খাদে উল্টে পড়ে যায় ।
যার নম্বর TR 06 2200 রয়েছে । তীব্র বিকট শব্দ ও চিৎকার চেঁচামেচিতে সঙ্গে সঙ্গেই ছুটে আসে পার্শ্ববর্তী স্থানীয় জন-জাতিরা । সঙ্গে সঙ্গেই স্থানীয়রা হাত লাগায় উদ্ধার কাজে । খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মী ও মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুদের । খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থেকে দমকল বাহিনীর কর্মীরা ও মুঙ্গিয়াকামী থানার দায়িত্ব প্রাপ্ত ওসি গৌতম দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীরা স্থানীয় জনজাতি ও মুঙ্গিয়াকামী থানার পুলিশদের একত্র সহযোগিতায় গাড়ির নিচে চাপা পড়ে থাকা সহ ভেতরে আটকে থাকা মোট ২৫ জন যাত্রীকে আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে । কিন্তু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত সকল যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর মোট ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গেই ১০২ অ্যাম্বুলেন্স করে রাজধানী আগরতলার রেফারেল জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে দেওয়া হয় । আর সংবাদ লেখা পর্যন্ত বাকি আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । এই দিকে সাত সকালে মুঙ্গিয়াকামী এলাকায় সড়ক দুর্ঘটনার খবর চাউর হতেই দিনভর গোটা মুঙ্গিয়াকামী এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করে!!
0 Comments
Leave a Comment