ছবি : releated

সোমবার দমকল অফিসে খবর আসে যে উত্তর ত্রিপুরার ধর্মনগর পূর্ব বাজারে মসজিদের সামনে সংঘটিত এক পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরতর আহত হয়েছেন।এমন খবর পাবার পর দমকল কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।উক্ত ব্যক্তিটিকে কোন একটি গাড়ি ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে চলে যায়।ফলে রাস্তায় ছিটকে পড়ে ওই ব্যক্তির মাথার পেছন দিক ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়।আহত ব্যক্তির নাম রঞ্জিত শর্মা।বাড়ি কৈলাশহরে।বয়স আনুমানিক পঞ্চাশ বছর হবে।এ কান্ডে পুলিশ তদন্তে নামার খবর পাওয়া গেছে।
0 Comments
Leave a Comment