সুপ্রিম' রায়ে 'চাকরি-জট', দ্রুত আইনি সমাধানে টাস্ক ফোর্স গড়লেন মমতা!

Entry Thumbnail
ছবি : releated
Bikash Deb

দ্যা সোশ্যাল বাংলা , ডিজিটাল ডেস্ক : টাস্ক ফোর্স গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্সে থাকবেন শিক্ষাসচিব, আইনি উপদেষ্টা, শিক্ষকদের প্রতিনিধি। আইনি প্রক্রিয়ায় যাতে কোনও বিলম্ব না হয়। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠকের পরই তাই টাস্ক ফোর্স তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী।

আজ নেতাজি  ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শোনেন চাকরিহারাদের কথা, তাঁদের দাবিদাওয়া। পাশাপাশি সরকার যে এই পরিস্থিতিতে সমস্ত চাকরিহারাদের পাশে রয়েছেন সেই আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ের পর রাতারাতি চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী। তাঁদের নিয়েই বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 'আমরা প্রথমে পরিষ্কার করে তদন্ত করব। দু'মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করব। আপনারা নিজেদের সার্ভিস ব্রেক করবেন না।' পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আরও জানান,'কারও চাকরি যাবে না। আগে রাজ্য সরকারের তরফে রায়ের ব্যাখ্যা চাওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে। যদি সেইভাবে সঠিক উত্তর না মেলে, তাহলে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের জন্য অন্য কোনও বিকল্প ব্যবস্থা করে দেবে। যত দিন না সরকারের পক্ষ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিস পাচ্ছেন, তত দিন স্কুলে গিয়ে ভলান্টারি সার্ভিস দিতে পারেন আপনারা।'

যদিও এই ভলান্টিয়ার সার্ভিস দিতে রাজি নন চাকরিহারারা। তাঁদের সাফ বক্তব্য, 'আমাদের এখন যা অবস্থা, তাতে স্কুলে গিয়ে ভলান্টিয়ার সার্ভিস দিতে পারব না। ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য কি এতদিন পড়াশোনা করলাম? এখন উনি বলবেন সিভি টিচার হতে, সেটা সম্ভব?'

0 Comments

Leave a Comment