আবার মদ খেয়ে সহযাত্রীর গায়ে প্রস্রাব! দিল্লি-ব্যাঙ্কক উড়ানের অভিযুক্ত সওয়ারি ভারতীয়

Entry Thumbnail
ছবি : releated
Bikash Deb

আবার এয়ার ইন্ডিয়া। আবার সেই সহযাত্রীর গায়ে প্রস্রাব! বুধবার দিল্লি-ব্যাঙ্কক উড়ানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল এক ভারতীয়ের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে বিমান সংস্থাটি। তাতে এক যাত্রীর অভব্য আচরণের কথা বলা হলেও, ঠিক কী ঘটনা ঘটেছে, তা অবশ্য বলা হয়নি।

তবে বিমান সংস্থার একটি সূত্রের দাবি, এআই ২৩৩৬ উড়ানে ঘটনাটি ঘটেছে। মদ খেয়ে এক যাত্রী আর এক যাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছেন। যাঁর গায়ে প্রস্রাব করা হয়েছে, তিনি একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। গোটা ঘটনায় তিনি অত্যন্তই ক্ষুব্ধ। ব্যাঙ্ককে নেমে তাঁকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল বিমান সংস্থার তরফে। কিন্তু তিনি তা গ্রহণ করতে রাজি হননি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।

সহযাত্রীর গায়ে প্রস্রাবের অভিযোগ নিয়ে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, তিনি বিমান সংস্থার সঙ্গে কথা বলবেন। মন্ত্রী বলেন, ‘‘এই ধরনের ঘটনা ঘটলেই আমরা বিষয়টি নিয়ে খোঁজখবর করি। যদি সত্যিই খারাপ কিছু ঘটে থাকে, পদক্ষেপ করা হবে।’’

এয়ার ইন্ডিয়াও তাদের বিবৃতিতে জানিয়েছে, স্থায়ী স্বাধীন কমিটি ঘটনাটি খতিয়ে দেখবে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে তারা ঠিক করবে, কী পদক্ষেপ করা হবে। সংস্থার বক্তব্য, ‘‘এই ধরনের ঘটনায় ডিজিসিএ যে নিয়মাবলি বেঁধে দিয়েছে, এয়ার ইন্ডিয়া তা-ই মেনে চলে।’’

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসেও এয়ার ইন্ডিয়ার বিমানে এক মত্ত যুবক এক বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন। গত দু’বছর এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। আমেরিকার একটি বিমানে এক ভারতীয় ছাত্রের বিরুদ্ধে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল ২০২৩ সালে।

0 Comments

Leave a Comment