ফাইল ছবি
আর মাঝে মাত্র কিছুটা সময়। তারপরই ২০২৪ দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে ২ অক্টোবর রয়েছে মহালয়া। আর এই মহালয়ার পরদিনই রয়েছে রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে শনির প্রবেশ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকা লাভের মুখ দেখতে পাবেন। বলছে, জ্যোতিষমত। দেখা যাক, মহালয়ার পর কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।২ অক্টোবর রয়েছে মহালয়া। সেদিনই রয়েছে সূর্যগ্রহণ। এদিকে, মহালয়া পার হলেই, ৩ অক্টোবর রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে শনি। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। মহালয়ার পর থেকে কোন কোন রাশি লাভের মুখ দেখবেন, দেখে নিন।মেষ রাশি- আপনার আয়ের নতুন নতুন সূত্র তৈরি হতে পারে। আয় হু হু করে বাড়তে পারে। নতুন কোনও ভালো প্রজেক্ট পেতে পারেন। এই সময় সবকিছু ইতিবাচক হবে। বিনিয়োগ থেকে লাভ হবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।সিংহ- এই সময় আর্থিক পরিস্থিতি ইতিবাচক হবে। আর্থিক অবস্থা ইতিবাচক দিকে যাবে। দাম্পত্য জীবনে আসবে প্রবল উত্থান, উন্নতি। সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত হবে। টাকার সঞ্চয় করতে পারবেন। ব্যবসায় কয়েক গুণ লাভ হবে। জীবনে প্রগতির নতুন নতুন রাস্তা খুলবে।মকর: এই সময় হঠাৎ হঠাৎ করে আকস্মিক ধনলাভ হবে। ব্যবসায় মনের মতো উন্নতি দেখতে পাবেন। অনেক ইচ্ছাপূরণ হবে এই সময়। যে সাফল্য পেতে চাইছিলেন বহু দিন ধরে এবার সেটাই পাবেন। কোনও আটকে থাকা টাকা এবার পেতে পারেন।
0 Comments
Leave a Comment