ফাইল চিত্র

তাঁর কথায়, সোনামুড়া, বিলোনিয়ার মত শহরগুলির ডিএনএ-তে রয়েছে কংগ্রেস। তাই কোন পদের বা টিকেটের জন্য দলে থেকে কাজ না করার চেয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করতে হবে। সেখানে যে সঠিক কাজ করবে তাকেই দায়িত্ব দেয়া হবে নতুন পুরাতন বলে কিছু থাকবে না।
পাশাপাশি তিনি প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া এবং বর্তমান বিজেপি মন্ত্রিসভার মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রসঙ্গেও টিপ্পনী করে বলেন, পদের লোভে বা নিজের স্বার্থসিদ্ধির কারণে যারা এই দলটাতে ছিলেন তাদের এই দলটাতে না থাকাটা দলের জন্যই শুভ। বিধায়ক বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং তিনি নিজেও একটা সময় বিজেপি দলে ছিলেন কিন্তু সেখান থেকে চলে এসেছেন একটা কারণেই যেখানে সাধারণ মানুষের জন্য কাজ করা যায় না কেবলমাত্র নিজেদের স্বার্থেই প্রধান্য পায় সেই রকম ক্ষমতা তারা চান না। তাই আগামী দিনে দলকে মজবুত করতে হলে ত্রিপুরা রাজ্যের বিধানসভায় কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে হলে ঘরে বসে থাকলে হবে না, বুথ স্তরে গিয়ে প্রতিটি সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে।
0 Comments
Leave a Comment