ছবি : মন্দির প্রাঙ্গনে চলছে গননা
Bikash Deb
শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের প্রনামী বাক্স একমাস ২০ দিন পর আজ খোলা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার বলয়ের মধ্যে দিয়ে। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে এখন রোজ প্রচুর সংখ্যক ভক্তদের ভিড় জমছে আর ভক্তরা ও তাদের মনের মানষকামনায় যে যার মতো করে প্রণয় বাক্সে দক্ষিণা দিচ্ছে । আর আগের তুলনায় এখন যেহেতু দর্শনার্থীদের ভিড় হচ্ছে মাতারবাড়িতে তাই প্রণয় বাক্স গুলিও পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার গোমতী জেলাশাসক অফিসের ডেপুটি কালেক্টর কালিদাস ঘোষ এর উপস্থিততে পুলিশি নিরাপত্তায় গননা চলছে মায়ের প্রনামী বাক্সের দক্ষিণের পরিমান
0 Comments
Leave a Comment