ঈদে মোদীর জন্য প্রার্থনা জামা মসজিদে

Entry Thumbnail
ছবি : releated
Sujata Adhikari

সারা দেশের মতো আজ দিল্লির জামা মসজিদেও হাজার হাজার মানুষ একসঙ্গে ইদের নমাজ আদায় করেছেন। ২৯ দিন রোজা রাখার পর ইদের খুশিতে ফুটে উঠেছে সবার মুখ। তবে দিল্লিতে আজ বেশিরভাগ মুসল্লিকে কালো আর্মব্যান্ড পরে থাকতে দেখা গিয়েছে। ওয়াকফ বোর্ড সংশোধনী আইনের প্রতিবাদ জানাতেই তারা কালো ব্যান্ড পরেন হাতে। অবশ্য কেউ কেউ হাতে কালো ব্যান্ড পরেননি। ইদ উপলক্ষে কালো ব্যান্ড পরে এই প্রতিবাদ অপ্রয়োজনীয়। সেই ব্যক্তি আরও বলেন, 'আমরা প্রার্থনা করেছি আল্লাহ যেন আমাদের দেশের অনেক উন্নতি করেন। আমাদের শতাব্দী প্রাচীন গঙ্গা-যমুনি তেহজিবকে সর্বদা বজায় রাখতে হবে। যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিবাদ জানাতে চায়, তাহলে তারা তা অন্য উপায়েও করতে পারে। ইদ উপলক্ষে আমরা সবাই এখানে আনন্দ করতে এসেছি, প্রতিবাদ করতে বা কালো ব্যান্ড পরতে নয়। এই সব ভুল বার্তা পাঠায়... এটি মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। আজ আমরা এখানে প্রার্থনা করেছি যাতে আল্লাহ দেশকে এগিয়ে যায় এবং আমাদের ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক। আমরা প্রধানমন্ত্রী মোদীর জন্য প্রার্থনাও করেছি যাতে তিনি সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু হন।' 

0 Comments

Leave a Comment