আবু তাওহীদ হিরণ
দ্যা সোশাল বাংলা , ডিজিটাল ডেস্ক : ২০২৪-এর শুরু থেকেই একের পর এক খারাপ খবরে মুখ ভার হয়েছে বিনোদন দুনিয়ার। আবার বাংলা নববর্ষের শুরুতেও ফের একটা খারাপ খবর। অকালেই চলে গেলেন তরুণ পরিচালক আবু তাওহীদ হিরণ। ১৫ এপ্রিল (২রা বৈশাখ) ভোরে, বাংলাদেশের ঢাকার ইস্কাটনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক আবু তাওহীদ হিরণ।বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার মগবাজারের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় পরিচালক হিরণকে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ফ্ল্যাটের কেয়ারটেকার গাজী নজরুল এবং হিরণের প্রতিবেশী ইকরাম। ঠিক কী কারণে মৃত্যু হয় বাংলাদেশের এই তরুণ পরিচালক হিরণের?গতকাল অর্থাৎ ১৫ এপ্রিল নিরাপত্তারক্ষীকে ফোন করে হিরণ জানান, তাঁর স্ট্রোক হয়েছে। তারপরই ফ্ল্য়াটের কেয়ারটেকার নজরুল তাঁর ঘরে ছুটে যান। তবে পরিচালকের ঘর বন্ধ থাকায় তিনি ঢুকতে পারেননি। পরে প্রতিবেশীদের সাহায্য নিয়ে তিনি দরজা ভেঙে ভিতরে ঢোকেন। তবে ততক্ষণে সব শেষ।
পরিচালক হিরণের মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশের পরিচালক বন্ধন বিশ্বাস, ডিরেক্টর গিল্টের নেতা কামারুজ্জামান সাগর সহ আরও অনেকেই তাঁর বাড়িতে ছুটে যান।
জানা যাচ্ছে, মগবাজারের ফ্ল্যাটে একাই থাকতেন পরিচালক আবু তাওহীদ হিরণ। পরিচালকের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। জানা যাচ্ছে 'রং রোড' নামে আরও একটা সিনেমার কাজ শুরু করেছিলেন হিরণ। ছবিটি মুক্তির অপেক্ষায় ছিল। 'আদম' নামে একটা ছবি পরিচালনা করে নিজের পরিচিতি তৈরি করেন হিরণ। গত বছরই ইদে মুক্তি পেয়েছিল ‘আদম’ ছবিটি।
0 Comments
Leave a Comment