ফাইল চিত্র
শনিবার শেষ হল ২০২৪-এর লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। সাত দফা ভোট শেষে ইতিমধ্যেই অঙ্ক কষে ফেলেছেন রাজনীতির কারবারিরা। কার ভাগ্যে কত আসন, তা জানার জন্য ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, তার আগেই বিরোধী জোটের জন্য ভবিষ্যদ্বাণী করে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। আজ, শনিবার দিল্লিতে ছিল ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠক শেষে সম্ভাবনার কথা জানালেন তিনি।শনিবার খাড়্গে বলেন, ইন্ডিয়া জোট ২৯৫টি আসন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তাঁর দাবি, এনডিএ ২৩৫টির বেশি আসন পাবে না। তিনি আরও বলেন, “বিজেপির কথায় কেউ বিভ্রান্ত হবেন না। ২৯৫টি আসন জেতার কথা বিশ্লেষণ করেই বলা হচ্ছে।”একইসঙ্গে খাড়্গে জানান, এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। গণনা নির্ভুল এবং প্রভাব মুক্ত করার দাবিতে আগামীকাল নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে ইন্ডিয়া জোটের নেতারা। তিনি জানিয়েছেন, গণনা নির্ভুল এবং প্রভাবমুক্ত করার দাবিতে আগামিকাল, রবিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন ইন্ডিয়া জোটের নেতারা।তিনি আরও বার্তা দেন, ইন্ডিয়া জোটের প্রত্যেকটি রাজনৈতিক দলের যে কর্মীরা গণনাকেন্দ্রে যাবেন তাঁদের সচেতন থাকতে হবে। Form 17C মিলিয়ে দেখতে হবে। গণনা শেষ হওয়ার পর সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়া যাবে না বলেও জানানো হয়েছে। এক্সিট পোল বিতর্কে অংশগ্রহণ করবে ইন্ডিয়া জোটের রাজনৈতিক দলের মুখপাত্ররা।
Ami Dilip kr tripura