এবার সাফাই গাইলেন প্রদ্যুত , বুবাগ্রার অনুমতি না নিয়েই নাকি তিপ্রা কর্মচারী সংস্থা ত্রাণ এর জন্য নির্দিষ্ট অর্থ দেওয়া বাধ্যতামূলক করেছে। মুলত গতকাল তিপ্রা কর্মচারী সংস্থা একটি বিবৃতি জারি করে যাতে লেখা ছিল ত্রিপুরার TTAADC এলাকায় বন্যার্তদের জন্য অনুদান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ৭ (সাত) সদস্য বিশিষ্ট একটি ত্রাণ তহবিল সংগ্রহ উপ-কমিটি গঠন করা হয়েছে। এবং বুবাগ্রার অনুমতিতেই এটা করা হয়েছে বলে জানান হয়। গ্রুপ এ , গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যথাক্রমে ১৫০০,১০০০,৫০০ ও ৩০০ টাকা দেওয়া বাধ্যতামূলক বলা হয়েছে।আর বিষয় বেগতিক বুঝে সাফাই দিলেন প্রদ্যুত বললেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না, প্রদ্যুত বলেন " "আমার নজরে এসেছে যে যারা এই সার্কুলার জারি করেছে তারা আমার কাছ থেকে কোনো অনুমতি ছাড়াই তা করেছে। আমি সবাইকে অনুরোধ করছি কোনো চাপে নয়, নিজের ইচ্ছায় দান করতে। এছাড়াও কোন নগদ সংগ্রহ করা উচিত নয় এবং সবকিছু চেকের মাধ্যমে বা ইলেকট্রনিকভাবে করা উচিত। এই অভ্যাস বন্ধ করতে হবে- দান করতে হবে স্বেচ্ছায়, জোর করে নয়।"
ত্রাণ নিয়ে আর্থিক কেলেঙ্কারি!! সাফাই দিলেন প্রদ্যুত বলেন "আমি কিছুই জানি না "
Sujata Adhikari
0 Comments
Leave a Comment