ফাইল চিত্র
বহুদিনের প্রতীক্ষিত জেআরবিটি গ্রুপ ডি এর ফল প্রকাশিত হওয়ার ঘোষণা দিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তাছাড়া ২০২৩ এর বিধানসভা নির্বাচনের পর খুব একটা সরকারি নিয়োগ দেখা যায়নি। শুন্যপথ থাকা সত্ত্বেও বিভিন্ন দপ্তর গুলিতে সরকারি নিয়োগ হয়নি, যার কারণে এবার পর্যটন দপ্তরে বিভিন্ন পদে ৫১ টি পদ পূরণের ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে তাছাড়া রাজ্য সরকারের অধীন এসপিও দের বেতন ভাতা ১২০০০ টাকা করা হবে বলে জানানো হয় তাছাড়া পুলিশ দপ্তরে আরো ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে এবং আগরতলা পুরো নিগম ও রাজ্যের বাকি পুরো পরিষদ এলাকা গুলিতে কর্মরত পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে তাদের বেতন 7000 থেকে সাড়ে সাত হাজার টাকা করে প্রদান করা হবে বলে ঘোষণা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলা যায় আর অন্যান্য দপ্তরের শূন্য পদ পূরণ করার ক্ষেত্রে সরকারের কি ভূমিকা থাকে সেটা দেখার।
0 Comments
Leave a Comment