রাজ্যসভা উপনির্বাচনে বাম বিধায়কদের দুটি ভোট পেতে পারে শাসক বিজেপি : রতন লাল নাথ

Entry Thumbnail
ফাইল ছবি
Sujata Adhikari

রাজ্যসভা উপনির্বাচনে বাম বিধায়কদের দুটি ভোট পেতে পারে শাসক বিজেপি। আজ ভোটাধিকার প্রয়োগ করে এমনটাই দাবি করলেন মন্ত্রী রতন লাল নাথ।এদিন তিনি বলেন, রাজ্যসভায় বিজেপির মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য্য জয়ী হবেন। বিজেপি, তিপরা মথা ও আইপিএফটি মিলে মোট ৪৭ টি ভোটে জয়ী হবেন তিনি। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন তিনি।তাঁর দাবি, রাজ্যসভা উপনির্বাচনে বাম বিধায়কদের দুটি ভোট পেতে পারে শাসক বিজেপি।

0 Comments

Leave a Comment