জল সংকটে মানুষ ব্যর্থ দপ্তর

Entry Thumbnail
ফাইল চিত্র
Sujata Adhikari

পরিশ্রুত পানীয় জলের দাবিতে উদয়পুর-কিল্লা সড়ক অবরোধ করেন মহিলারা। শনিবার কিল্লা ব্রিজ এলাকায় অবরোধের ফলে বহু যানবাহন আটকে পড়ে।জলের দাবিতে উদয়পুর - কিল্লা রাস্তা অবরোধ করে মহিলারা।দীর্ঘ কয়েক মাস ধরে উদয়পুর কিল্লা বিধানসভা এলাকার জনগণ প্রচন্ড পানীয় জলের অভাব বোধ করে আসছিল।এলাকার বিধায়ক থেকে শুরু করে হাফ নেতা ফুল নেতা সিকি নেতা কে জলের সংকটের কথা জানিয়ে আসলেও এখনও  পর্যন্ত তা সমস্যা সমাধানের কোন প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেখা যায়নি। এর আগে জলসম্পদ দপ্তরের অধিকর্তা জল সংকটে কথা জানানো হয়েছিল। তখন জল সম্পদের দায়িত্বে থাকা এক আধিকারিক প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিদিন নিয়মিত ভাবে জল সরবরাহ করা হবে। কিন্তু কথা রাখেনি দপ্তর। তখন বাধ্য হয়ে এলাকার জনগণ রাস্তা অবরোধ করেছিল। তখনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিনিয়ত জল সরবরাহ করা হবে এলাকায়। কথা খেলাপ করবে না দপ্তর। দপ্তরের আধিকারিকের কথা বিশ্বাস করে সেদিনও এলাকার জনগণ রাস্তা অবরোধ প্রত্যাহার করেছিল। সেই মোতাবে দুইদিন এলাকায় নিয়মিতভাবে জল সংগ্রহ করেছিল। নিয়মিত জল সরবরাহ করতে ব্যর্থ হয়েছে জলসম্পদ দপ্তর। বাধ্য হয়ে শনিবার সকাল থেকে কিল্লা ব্রিজ সংলগ্ন এলাকা মহিলারা জলের দাবিতে রাস্তা অবরোধ করে। ফলে উদয়পুর- কিল্লা এলাকায় দুদিকে শত শত গাড়ি দাঁড়িয়ে পড়ে ফলে দেখা দেয় স্কুল অফিস হাসপাতালে যাওয়া মানুষের দুর্ভোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দীর্ঘ ক্ষন রাস্তা অবরোধ চলার পর খবর পেয়ে ছুটে আসে জল সম্পদ দপ্তরের আধিকারিকরা। দীর্ঘক্ষণ অবরোধকারীদের সাথে কথা বলার পর উঠে পথ অবরোধ।এরকম চিত্র দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়।

0 Comments

Leave a Comment