দশমীঘাট পরিচ্ছন্ন করে স্কুল পড়ুয়ারা।

Entry Thumbnail
Bikash Deb

দ্যা সোশ্যাল বাংলা : এস এস এর কর্মসূচী হিসাবে শান্তির বাজারের বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্নকরলো শান্তির বাজার মডেল দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। 
শান্তির বাজার মডেল দ্বাদশশ্রেনী এন এস এস এর কর্মসূচী হিসাবে প্রতিনিতয় নানান সামাজিক কর্মসূচি হাতেনেওয়াহয়। রবিবার এই কর্মসূচীর মধ্যে এন এস এস এর ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন ও শান্তির বাজার রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় দশমীঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করাহয়।  বন্যায় শান্তির বাজার লাউগাং নদীর পাশেথাকা দশমীঘাট নষ্টহয়েপরে।  সামনে আসছে শারদীয় দূর্গোৎসব।  শান্তির বাজারে সব কয়টি দূর্গাপ্রতিমা এইদশমীঘাটে নিরঞ্জন দেওয়াহয়।  তাই পূজার প্রাকমুহুর্তে দশমীঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে উদ্দ্যোগনিলো শান্তির বাজার মডেল দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের এন এস এর ছাত্র ছাত্রীরা। আজকের এই কর্মসূচীসম্পর্কে জানান বিদ্যালয়ের শিক্ষক।  তিনি জানান উনাদের এইকর্মসূচী প্রতিনিয়ত জারীথাকবে।

0 Comments

Leave a Comment