শিশু কন্যাটিকে রাবার বাগানে নিয়ে ধর্ষণ

Entry Thumbnail
Bikash Deb

নাবালিকা ধর্ষন কান্ডে তীব্র চঞ্চল্য ঋণ্যমুখে। তদন্তে পুলিশ, অভিযুক্ত অধরা। 
ঘটনায় প্রকাশ বিলোনিয়া থানার অন্তর্গত ঋষ্যমুখের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মনগর এলাকা।  এই গ্রামেরই ধর্মনগর এস বি স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী শনিবার স্কুল ছুটির পর নিখোঁজ হয়ে যায়। পরে রাত প্রায় ৯ঃ৪৫ মিনিট নাগাদ নাবালিকা কন্যাটি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে একাই বাড়িতে এসে পৌঁছায়। পরিবারের লোক শনিবার রাতেই বিলোনিয়া মহিলা থানায় এটি মামলা দায়ের করেন পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় অভিযোগ করা হয় তাদের শিশু কন্যা স্কুল থেকে আসার পথে এলাকারই যুবক প্রসেনজিৎ মুহুরী মেয়েটিকে বাড়ি আসার মাঝ রাস্তা থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় তাকে গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করায়।

0 Comments

Leave a Comment