তিনটি দপ্তরের বিভিন্ন স্কিমে আওতাভুক্ত সুবিধা ভোগীদের হাতে চেক ও সামগ্রী তুলে দিলেন দপ্তরের মন্ত্রী

Entry Thumbnail
ছবি :মন্ত্রী
Bikash Deb

দ্যা সোশ্যাল বাংলা , নিজস্ব প্রতিনিধি : তিনটি দপ্তরের বিভিন্ন স্কিমে আওতাভুক্ত সুবিধা ভোগীদের হাতে চেক ও সামগ্রী তুলে দিলেন দপ্তরের মন্ত্রী। 
ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে প্রাণিসম্পদ ও বিকাশ দপ্তর, এস সি ওয়েলফেয়ার এবং মৎস্য দপ্তরের উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাণিসম্পদ ও বিকাশ দপ্তর, এস সি ওয়েলফেয়ার এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।  অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিধায়ক যাদব লাল নাথ, রাজ্য এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মৎস্য দপ্তরের সচিব দীপা এন নায়ার, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, কালা ছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু শর্মা, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির লাল নাথ প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। আজকের এই অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার প্রাণিসম্পদ ও বিকাশ দপ্তর, এস সি ওয়েলফেয়ার এবং মৎস্য দপ্তরের বিভিন্ন স্কিমে আওতাভুক্ত সুবিধাভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী এবং চেক  তুলে দেওয়া হয়। তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস সহ উপস্থিত অতিথিবর্গ। 

0 Comments

Leave a Comment