দ্যা সোশ্যাল বাংলা ,ডিজিটাল ডেস্ক : নোয়াপাড়া এলাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সিপিআইএম ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ গ্রেপ্তার দুই সিপিআইএম কর্মী, ঘটনা শুক্রবার গভীর রাতে। ঘটনার সাথে জড়িত দুই সিপিআইএম কর্মী মিলাদ হোসেন ও সুমিতকে গ্রেফতার করে বিশালগড় থানা পুলিশ। উক্ত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানাযায় সাদ্দাম হোসেন নামে এক বিজেপি কর্মীর বাড়িতে আচমকাই হামলা চালায় মিলাদ হোসেন সহ একাধিক সিপিআইএম কর্মী। সাদ্দাম হোসেন অভিযোগ করেন এলাকায় তিনি বিজেপি দলের হয়ে কাজকর্ম করার অভিযোগে ওনার বাড়িতে এই আক্রমণ। সাদ্দাম হোসেনের বাড়ি বাড়িঘর ভাঙচুর করে ঘরে থাকা নগদ দু লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। নোয়াপাড়া 5 নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন সহ এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে অভিযুক্তদের আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। শনিবার দুপুরে অভিযুক্তদের বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করবে বিশালগড় থানা পুলিশ।
নোয়াপাড়া এলাকায় বিজেপি ও সিপিআইএমের সংঘর্ষ গ্রেপ্তার ২ সিপি আই এম কর্মী
Bikash Deb
0 Comments
Leave a Comment