Bikash Deb
বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস প্রতিনিয়ত নানান ধর্মীয়কর্মসূচী করেযাচ্ছে। বাইখোড়া জগন্নাথ জিউ মন্দিরকে বিশ্বেরমধ্যে বিশেষ পরিচিতি লাভকরানোর লক্ষ্যেকাজকরযাচ্ছে প্রভুকরুনেশ্বর মাধবদাস। বুধবার সমস্ত ধর্মীয়রিতিনিতি মেনে প্রভুকরুনেশ্বর মাধবদাসের উদ্দ্যোগে মন্দিরে এক গীতযঞ্জের আয়োজন করাহয়। প্রভুর উদ্দ্যোগে আয়োজিত আজকের এই যঞ্জ অনুষ্ঠানের রাজ্যের বিভিন্নপ্রান্তথেকে ব্যাপকহারে ভক্তদের সমাগমঘটে। আজকের এই গীতাযঞ্জের কর্মসূচী ও কেন এই গীতাযঞ্জ পালনকরাহয় তানিয়ে বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলেধরলেন প্রভু করুনেশ্বর মাধব দাস।
0 Comments
Leave a Comment