ফিক্সড ডিপোজিট এর একাউন্ট থেকে ১৮ লক্ষ টাকা উধাও

Entry Thumbnail
ফাইল চিত্র
Sujata Adhikari

 উদয়পুর শহরের গিরিধারী পল্লীর অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুনিতি দত্ত সেন মোট ১১ কিস্তিতে উদয়পুরে এইচডিএফসি ব্যাঙ্কে মোট ১৮ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন। গত ৬ জানুয়ারি ২০২৫ তারিখে প্রথম ফিক্সড ডিপোজিটের টাকা মেচুরিটি হয়। তার পরদিন তিনি ব্যাঙ্কে টাকা তুলতে যান। তখন ব্যাঙ্ক ম্যানেজার সুনীতি দত্ত সেনকে বলেন তিনি ফিক্সড ডিপোজিটের টাকা নাকি আগেই তুলে নিয়েছেন। যথারীতি বৃদ্ধা মহিলার মাথায় আকাশ ভেঙে পরে। কারণ তিনি ওনার নিজের একাউন্ট থেকে কোন টাকায় তুলেননি। পরে মহিলা জানতে পারেন, উনার ১১টি ফিক্সড ডিপোজিটই সময়ের আগে ভেঙে ফেলা হয়েছে। অথচ সবকটি ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট সুনিতি দত্ত’র কাছেই আছে। মোট ১৮ লক্ষ টাকা উধাও সুনীতি দত্ত সেনের অ্যাকাউন্ট থেকে। ফিক্স ডিপোজিটের সব নথি উনার নিজের কাছেই রয়েছে। তাহলে নথি ছাড়া ব্যাংক থেকে কেউ কিভাবে ওনার টাকা উঠালো।

ঘটনার পরেই ব্যাংকের তরফ থেকে বেশ কয়েকজন আধিকারিক বারবার মহিলার বাড়িতে গেছেন। তারা তদন্ত করছেন বলেও জানিয়েছেন। কিন্তু প্রায় ১৫ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি। তাই শেষ পর্যন্ত এইচডিএফসি ব্যাংকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন সুনীতি দত্ত সেন।

0 Comments

Leave a Comment