দুর্ঘটনাগ্রস্ত স্কুটি চালককে উদ্ধারে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী

Entry Thumbnail
মুখ্যমন্ত্রী
Sujata Adhikari

আজ বিশালগড় রাস্তারমাথা এলাকায় একটি স্কুটি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। দুর্ঘটনায় আহত হন স্কুটি চালককে উদ্ধারে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী। আটক করা হয় গাড়ি চালককে।

প্রসঙ্গত, বিশালগড় রাস্তারমাথা এলাকায় একটি স্কুটি ও সুইফ্ট ডিজায়ার গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এমন সময়ই রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা এই পথে উদয়পুর থেকে আগরতলা ফিরছিলেন। ওই দুর্ঘটনায় আহত স্কুটি চালককে দেখে গাড়ি থেকে রাস্তায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী নিজের কনভয়ের গাড়ি করে আহত স্কুটি চালক গণেশ দেবনাথকে হাসপাতালে পাঠান। এদিকে, পুলিশের হাতে আটক অভিযুক্ত গাড়ি চালক।

গাড়ি চালককে দুর্ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, স্কুটি টা হঠাৎ করে এসে ভারসাম্যহীন হয়ে গাড়িতে এসে লেগে যায়। বিশালগড় পুলিশ এই বিষয়ে তদন্ত করছে।

0 Comments

Leave a Comment