অবশেষে ১৪ দিন পর নিখোঁজ যুবক প্রসেনজিতের পচা গলা মৃতদেহ উদ্ধার নাইবিয়াকামী জঙ্গলে

Entry Thumbnail
ফাইল চিত্র
Sujata Adhikari

বর্তমানে পারিবারিক ঝামেলা সংক্রান্ত বিষয়টিই যে জীবন মরণের একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে তারই এক জলজ্যান্ত ঘটনার সাক্ষী থাকলো আজ মুঙ্গিয়াকামী এলাকা । উল্লেখ্য, পারিবারিক ইস্যুতে বাড়ি থেকে বেরিয়ে ১৪ বছর বয়সী নিখোঁজ যুবক প্রসেনজিতের ঝুলন্ত অবস্থায় পচা গলা মৃতদেহ অবশেষে ১৪ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হয় নাইবিয়াকামী এলাকার জঙ্গলে । ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন রেল স্টেশন চত্তর এলাকায় । ঘটনার বিবরণে প্রকাশ, গত ২৩ শে জানুয়ারি দুপুর নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন রেল স্টেশন পার্শ্ববর্তী এলাকার জিতেন্দ্র দেববর্মার ছেলে প্রসেনজিৎ দেববর্মা (১৪) পারিবারিক ইস্যুকে নিয়ে কথা কাটাকাটির জেরে নিজ বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে নি । সেদিন বাড়ি থেকে বেরিয়ে আসার পর নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কিছু দিন ধরে আত্মীয় পরিজন সহ বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করার পরেও প্রসেনজিতের কোন হদিশ পাওয়া যায় নি । তবুও পরিবারের তরফ থেকে মুঙ্গিয়াকামী থানায় ছেলে প্রসেনজিতের নিখোঁজের ব্যাপারে কোন ডায়েরি করা হয় নি । তবে কি কারনে ছেলে নিখোঁজের ব্যাপারে মুঙ্গিয়াকামী থানায় কোন ধরনের নিখোঁজ ডায়েরি করা হয় নি সূত্র মারফত জানা গেছে এই ব্যাপারে রয়েছে একটি পরিবারের রহস্যময় গল্প । উল্লেখ্য, জানা গেছে দীর্ঘ বছর আগে প্রসেনজিতের বাবা মায়ের মধ্যে একটি পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ডিভোর্স হয়ে যায় । সেই মোতাবেক প্রসেনজিতের মা থাকে মোহনপুর বিধানসভা কেন্দ্রের হেজামারা এলাকায় আর বাবা থাকে অন্যত্র । আর এই দিকে ছেলে প্রসেনজিৎ থাকতো মুঙ্গিয়াকামী থানাধীন রেল স্টেশন চত্ত্বর এলাকায় তার দাদুর বাড়িতে । সেই দাদুর বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর অবশেষে আজ ৪-ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা লগ্নে মুঙ্গিয়াকামী থানাধীন নাইবিয়াকামী এলাকার জঙ্গলে সেই ১৪ দিন যাবৎ ১৪ বয়সী সেই নিখোঁজ যুবক প্রসেনজিতের ঝুলন্ত পচা গলা মৃতদেহের দুর্গন্ধে মৃতদেহটি দেখতে পাওয়া যায় । সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুদের । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুঙ্গিয়াকামী থানার দায়িত্ব প্রাপ্ত OC গৌতম দেববর্মা ও তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন । পরবর্তীতে পুলিশ মারফত জানা গেছে প্রসেনজিতের এই পচা গলা মৃতদেহটি আগামীকাল ঘটনাস্থল তথাকথিত নাইবিয়াকামী জঙ্গলেই প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ মোতাবেক মাটির নিচে চাপা দেওয়া হবে ।।

0 Comments

Leave a Comment